জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম বন্দরে চারটি লাইটার জাহাজকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
এসময় ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স`র আওতায় এম ভি প্রিন্স অব রিদোয়ান, এমভি নিউ পারভীন, এমভি তানভীর তাওসীফ-২ ও এমভি নিউ অনাবিল লাইটার জাহাজকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বড় জাহাজ চলাচলের সময় চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নিরাপত্তা সরঞ্জাম না থাকা, অভারলোডিং ও বে ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকার পরও চ্যানেলে এসব জাহাজের অনুপ্রবেশ ঘটছে। এ অবস্থায় চারটি লাইটার জাহাজকে জরিমানা করা হয়েছে।