ইংল্যান্ড থেকে শিক্ষা নিয়েই কোহলির তাণ্ডব

ইংল্যান্ড থেকে শিক্ষা নিয়েই কোহলির তাণ্ডব

লক্ষ্য ৩৫১ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৩ রানে নেই ৪ উইকেট। টপ-অর্ডারে খেলতে নামা শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি দ্রুত প্যাভিলিয়নের পথ ধরলেন টিম ইন্ডিয়াকে বিপদের মুখে রেখেই।

তবে সদ্য অধিনায়কের দায়িত্ব পাওয়া বিরাট কোহলি যে সে কাজ করতে পারেন না! আর সেটা করলেনও না। ভারতকে জয়ের ভিত গড়ে দিয়েই ফিরলেন সাজঘরে। শেষের দিকে স্বাগতিক ব্যাটসম্যানরা অবিশ্বাস্যভাবে ম্যাচটি জিতে নিয়েছে ৩ উইকেটের ব্যবধানে।

কোহলি একপ্রান্ত আগলে রাখলেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এই মুহূর্তে কীভাবে নিজেকে সামাল দিলেন?  এবং খেলছেন ১২২ রানের মহাকাব্যিক ইনিংস? তার এই ইনিংসে ভর করেই ইংল্যান্ডকে হারাতে সক্ষম হয় ভারত। তাই জয় দিয়ে ওয়ানডেতে স্থায়ী অধিনায়কত্বের শুভসূচনা করলেন কোহালি।

বিপর্যয়ে ভেঙে না পড়ে; বরং বিপর্যয়ে হাল ধলেন কোহলি। পরবর্তীতে জানালেন, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের থেকে শিক্ষা নিয়েই ব্যাটিংয়ের ধরনটা তাৎক্ষণিক পরিবর্তন করে ফেলেন। যা সাফল্যের নিয়ামক হিসেবে ধরা দিয়েছে কোহলিকে। ভারতও খুঁজে পেয়েছে দিশা।

কোহলির ভাষায়, ‘টেকনিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। (ইংল্যান্ডের) অনেক খেলোয়াড়েরই টেকনিক ভালো না থাকলেও রান করতে সক্ষম হয়। এক্ষেত্রে মাইন্ডসেট বড় একটা বিষয় হিসেবে কাজ করেছে। আমি ভেবেছিলাম, ইনসুইং বেশি আসবে। কোমরটা বারবার ঘুরিয়েছিলাম। ইনসুইং মোকাবেলা করেছি। আউটসুইংগুলো এড়িয়ে গেছি।’

জেলা সংবাদ