বিদেশি ক্রিকেটারদের পাওনা দেয়নি বিপিএল

বিদেশি ক্রিকেটারদের পাওনা দেয়নি বিপিএল

বিপিএল খেলে যাওয়া ইংরেজ কাউন্টি ক্রিকেটারদের পাওনা ৫ লাখ পাউন্ড পরিশোধ করা হয়নি। দেশটির ১৩ জন ক্রিকেটার বাংলাদেশের বিভিন্ন দলের কাছে এ অর্থ পান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর ক্রিকেটবিশ্বেও উঠেছে বিপিএলএ`র সমালোচনার ঝড়।

দেশে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়োজনটি ছিলো অনেকাংশেই ‘টাকার খেল’ এর মতো। এবছরের ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতার পর্দা নামে ২৯ ফ্রেব্রুয়ারি।

বর্ণাঢ্য ওই আয়োজনের পর অর্থ লেনদেনের ক্ষেত্রে বিপিএলের এই আচরণকে নেতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। বিষয়টির কড়া সমালোচনা করে দ্য গার্ডিয়ান লিখেছে ‘এতে আগামী বছর বিদেশি ক্রিকেটারা টুর্নামেন্টে অংশ নেবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।’

দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের ১৩ জন ক্রিকেটার অংশ নেয় বিপিএলে। মূলত কাউন্টিতে ক্রিকেট খেলা এসব ক্রিকেটার ২৫ থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত অর্থ পাবেন বলে চুক্তিবদ্ধ হন। প্রত্যেকে ফ্রাঞ্চাইজি দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

অভিযোগ রয়েছে এদের কেউই পারিশ্রমিকের পুরো টাকা বুঝে পাননি। চুক্তির অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পরিশোধ করা হয়েছে তাদের। ফলে চুক্তির অর্থের ৫০ শতাংশ বা তারও অনেক বেশি পর্যন্ত পাওনা রয়েছে খেলোয়াড়দের। গার্ডিয়ানের হিসেবে যার মোট পরিমাণ প্রায় ৮ লাখ ডলার।

দ্য প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যাংগুস পোর্টারকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ জানায়, ‘শতকরা ৭৫ ভাগ  পারিশ্রমিক বুঝে পেলেও ঠিক ছিলো। কিন্তু বেশিরভাগ খেলোয়াড়ই পেয়েছেন মাত্র ২৫ ভাগ। আমি জানি না, কেউ চুক্তির পুরো টাকা পেয়েছি কিনা।’

ফিআইসিএ (আন্তর্জাতিক প্লেয়ার্স ইউনিয়ন) বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তির ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। চুক্তি অনুযায়ী প্রতিযোগিতা শুরুর আগে পারিশ্রামিকের ২৫ ভাগ, প্রতিযোগিতা চলাকালীন ৫০ ভাগ এবং শেষে ক্রিকেটাররা বুঝে পাবেন ২৫ ভাগ।

প্রধান র্নিবাহী অ্যাংগুস পোর্টারের ভাষ্য ‘এটা শুধু ইংল্যান্ডের সমস্যা নয়। লেনদেনের এমন বিষয় প্রভাব ফেলবে অনান্য দেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি দীর্ঘ মেয়াদে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক স্থাপন, তাদের পুনরায় ফিরিয়ে আনা এবং আগামী বছর এসব ক্রিকেটারকে প্রতিযোগিতায় দেখতে চায় তবে এমন পথ থেকে সরে আসতে হবে তাদের।’

বিপিএলের বিভিন্ন ক্লাবের হয়ে খেলা ইংলিশ ক্রিকেটাররা হলেন উইকেটরক্ষক ফিল মাস্টার্ড (বরিশাল বার্নার্স), বোলার কবির আলী (বরিশাল বার্নার্স), ব্যাটসম্যান জেসন রয় (চিটাগং কিংস), অলরাউন্ডার ড্যারেন স্টিভেনস (ঢাকা গ্ল্যাডিয়েটরস), উইকেটরক্ষক জোস বাটলার (খুলনা রয়েল বেঙ্গলস), অলরাউন্ডার পিটার ট্রেগো (সিলেট রয়্যালস) ও গ্যারি কেডি (সিলেট রয়্যালস)।

খেলাধূলা