চাঁদাবাজির সময় কথিত প্রজন্ম লীগ নেতা আটক

চাঁদাবাজির সময় কথিত প্রজন্ম লীগ নেতা আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক আবাসন প্রকল্পে প্রকাশ্যে চাঁদাবাজির সময় প্রজন্ম লীগ নেতা জয়নাল আবেদীনকে (৩২)  আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার মুশুরী এলাকার ঢাকা ভিলেজ নামে আবাসন প্রকল্প থেকে ওই চাঁদাবাজকে আটক করা হয়।

আটক জয়নাল আবেদীন মুশুরী এলাকার সুলতান চৌধুরীর ছেলে। তিনি নিজেকে রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক দাবি করেন।

ঢাকা ভিলেজ আবাসন প্রকল্পের সাইন ম্যানেজার আব্দুল্লাহ জানান, গত এক সপ্তাহ আগে জয়নাল আবেদীনসহ একদল চাঁদাবাজ ঢাকা ভিলেজ আবাসন প্রকল্পে প্রবেশ করে ম্যানেজার আব্দুল্লাহর কাছে সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

দাবিকৃত চাঁদার টাকা দেয়া না হলে প্রকল্পের ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়া হয়। দুপুরে জয়নাল আবেদীনসহ ৬ থেকে ৭ জনের একদল চাঁদাবাজ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা ভিলেজ প্রকল্পে প্রবেশ করে ম্যানেজার আব্দুল্লাহকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে দাবিকৃত সাড়ে ৫ লাখ টাকা ফের দাবি করেন।

দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশ চাঁদাবাজ জয়নাল আবেদীনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, সন্ত্রাস, চাঁদাবাজসহ অপরাধীরা যে দলেরই হোক না কেন তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। চাঁদাবাজ জয়নাল আবেদীনের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের আরো বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

জেলা সংবাদ