রাজশাহী নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৭, পাঁচ মাদক ব্যবসায়ী ও অন্যান্য মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৭ গ্রাম হেরোইন এবং ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা নয় জন, শাহমখদুম থানা পাঁচজন এবং মহানগর ডিবি একজনকে গ্রেফতার করে।