১৮শ’ কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন

১৮শ’ কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন

বেশ কিছুদিন ধরে দেশের শেয়ারবাজারে মূল্য সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা বিরাজ করছে। এরই ধরাবাহিকতায় সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ১৮শ` কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর ফলে ২০১১ সালের ২৫ জুলাইয়ের পর অর্থাৎ প্রায় সাড়ে ৫ বছর পর আবারও ১৮শ` কোটি টাকার ঘর স্পর্শ করলো ডিএসই।

ডিএসইতে আজ (সোমবার) লেনদেন হয়েছে ১ হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ১৯৭ কোটি ৪৪ লাখ টাকা বেশি। ডিএসইতে লেনদেন বাড়ার পাশাপাশি সূচকেও বড় ধরণের উত্থান হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে উঠে এসেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৩৯টির দাম বেড়েছে। অপরদিকে ১৭০টির দাম কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তীত রয়েছে।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৯৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ৫৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা।

লেনদেনে এরপর রয়েছে- ন্যাশনাল ব্যাংক, ইফাদ অটোস, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, অ্যাপোল ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং সেন্ট্রাল ফার্মা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স ১০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২০৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এছাড়া সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অর্থ বাণিজ্য