বিএনপির লোকজন ভয়ে আস্ফালন করছে : কামরুল

বিএনপির লোকজন ভয়ে আস্ফালন করছে : কামরুল

বিচারের ভয়ে বিএনপির লোকজন আস্ফালন করছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘সাকা চৌধুরীরা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাদের বিচার হবেই। তারেকের বিচারও হবে। এজন্য তারা ভয়ে মিথ্যাচারের মাধ্যমে আস্ফালন করছেন।’

বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এরা মানুষ না, পশু। আর এজন্য পশুশক্তি ব্যবহার করে ষড়যন্ত্রের মাধ্যমে বিচারবিভাগ, নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে চাচ্ছে। কিন্তু তারা যাই করুক না কেন, এ বছরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। এজন্য শিগগিরই নতুন ট্রাইব্যুনালে বেশ কিছু মামলা হস্তান্তর করা হবে।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক অপতৎপরতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি এবং ঠিকানা বাংলাদেশ।

সরকারের সমালোচনা করার ক্ষেত্রে বিএনপির লজ্জা থাকা উচিৎ উল্লেখ করে কামরুল বলেন, ‘বিএনপি নেতারা অশালীন কথাবার্তা বলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। ফলে মানুষ রাজনীতিবিদদের ঘৃণা করছে।’

এ সময় তিনি বিএনপিকে গলাবাজির পথ থেকে সরে এসে অতীতের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

রাজনীতি