মসুল বিশ্ববিদ্যালয় পুনর্দখল করেছে ইরাকি বাহিনী

মসুল বিশ্ববিদ্যালয় পুনর্দখল করেছে ইরাকি বাহিনী

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে মসুল বিশ্ববিদ্যালয় পুনর্দখল করেছে ইরাকি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আইএসের অবশিষ্ট শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত মসুল শহরটি পুনর্দখল করতে গত বছরের অক্টোবর থেকে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ইরাকি বাহিনী।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাসায়নিক অস্ত্র তৈরি করতে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলো ব্যবহার করেছিল জঙ্গিরা।

দেশের সন্ত্রাসবিরোধী অভিযানের প্রধান লে. জেনারেল তালিব শাঘাতি জানিয়েছেন, জঙ্গিদের কাছ থেকে ওই শহরটি পুনর্দখল করা একটি বড় ধরনের বিজয়।

সাহসী সেনারা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভবনটি জঙ্গিদের হাত থেকে মুক্ত করেছে। ওই বিশ্ববিদ্যালয়টি মুক্ত করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে সমাজ, সংস্কৃতি এবং মানবিকতাও মুক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক