বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১১টায় গণভবনে পরিবারের সদস্যদের নিয়ে তিনি মোনাজাতে অংশ নেন।
এসময় দলের নেতারাও গণভবনে উপস্থিত হয়ে মোনাজাতে শামিল হন।
রোববার সকাল ১১ টায় ইজতেমা ময়দানে লাখ লাখ মুসুল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৩৫ মিনিটে। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের প্রায় ৮ হাজারেরও বেশি মুসল্লিসহ লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অশগ্রহণ করেন। তাবলীগ জামাতের দিল্লিস্থ মারকাজের শুরা সদস্য, ইসলামি চিন্তাবিদ বিশ্ব মাওলানা সাদ কান্ধলভীর পরিচালনায় আখেরি মোনাজাতকালে গোটা ইজতেমা ময়দান যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়।
গত ১৩ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া প্রথম পর্বের তিনদিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন।