দেশের উন্নয়নে দীর্ঘ মেয়াদী সরকার প্রয়োজন: হানিফ

দেশের উন্নয়নে দীর্ঘ মেয়াদী সরকার প্রয়োজন: হানিফ

দেশের উন্নতি করতে হলে দীর্ঘ মেয়াদী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের (আইডিইবি) দুই দিনব্যাপী ৩৬তম জাতীয় ও ৩৫তম মূলতবি কাউন্সিল সম্মেলনে শুক্রবার ইনিস্টিটিউটের মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, আমরা বিভক্তির রাজনীতি করতে করতে দেশকে পিছিয়ে ফেলেছি। কিন্তু দেশকে আর পেছনের দিকে নিয়ে যেতে চাই না। তাই দেশের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ মেয়াদী সরকার প্রয়োজন।

হানিফ বলেন, ৫ বছরের সরকার বদলের পালাক্রমে আগের সরকারের রেখে যাওয়া উন্নয়নমূলক কর্মসূচি বন্ধ হয়ে যায়। এতে দেশ কখনও উন্নয়ন করতে পারে না।

তিনি বলেন, স্বাধীনতার সময় সিঙ্গাপুর ও বাংলাদেশের অর্থনীতি একই ছিল। শুধুমাত্র দীর্ঘ মেয়াদী সরকারের কারণেই তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে সমুদ্রসীমা নিয়ে ২০১৪ সালে ভারতের সঙ্গেও ন্যায্য হিস্যা আদায় করবে বাংলাদেশ। দেশের স্বার্থের জন্য আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে মামলা করতে কোনো দ্বিধা করে না। অপরদিকে বিএনপি নিজেও বুঝতে পারেনি একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান খালেদা জিয়াকে অর্থ দিয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে যে শূন্য কোটা খালি আছে তা পূরণের জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। বিশেষ করে রেল ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে বেশি জোড় দেওয়া হবে।

আইডিইবির কার্যনির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

রাজনীতি