তৃতীয় উইকেট জুটিতে বিপজ্জনক হয়ে উঠছিলেন কিউই দুই ব্যাটসম্যান টম লাথাম ও রস টেলর। দুইজন মিলে গড়েন ৭৪ রানের জুটি। তবে এরপরই বিপদজনক হয়ে ওঠা টেলরকে মাহমুদউল্লাহর তালুবন্দি করে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি।
ম্যাচ শেষে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে এসে টেলরের উইকেট নিয়ে রাব্বি জানান, `টেলরকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা ছিল। আমরা তাকে নিয়ে হোম ওয়ার্ক করেছি। আর এতে দেখা গেছে সে এলবিডব্লিউ বেশি হয়। চা বিরতির সময় কোচরা আমাকে জানালেন তোমার বল ভেতরে ঢুকছে। তুমি চেষ্টা কর ওর বডিতে বল করার জন্য। পায়ে লাগলে এলবিডব্লিউ হতে পারে।`
উইলিয়ামসনের বিদায়ের পর দলের হাল ধরেন কিউই অভিজ্ঞ ব্যাটসম্যান টেলর। টম লাথামকে সঙ্গে নিয়ে দলের প্রাথমিক বিপদও সামাল দেন। তবে কামরুল ইসলাম রাব্বির শর্ট বল পুল করতে গিয়ে মাহমুদউল্লাহর তালুবন্দি হন এই ব্যাটসম্যান।
এ নিয়ে রাব্বি আরও জানান, ‘আমি যে বলে উইকেট পেয়েছি সেটা অনেকটাই ভাগ্য প্রসন্ন। শর্ট বলে ঠিক মত পুল করতে পারলে হয়তো বাউন্ডারি পেতো টেলর। তবে ব্যাটে বলে ঠিকমত না হওয়ায় সাজঘরে ফিরতে হয় টেলরকে।’
এদিকে নিজের প্রথম ইনিংসে সবচেয়ে সফল বোলার রাব্বি। তিন উইকেটের মধ্যে তার ঝুলিতে জমা পড়েছে দুই উইকেট। এর কারণ হিসেবে ভালো জায়গায় বল করাকেই উল্লেখ করেন এই বোলার। তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝি এটা স্পোর্টিং উইকেট। আমি যদি ভালো জায়গায় বল করতে পারি তাহলে ব্যাটসম্যানরা অবশ্যই ঝামেলায় পড়বে। আর আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল ফেলতে। আর এতেই উইকেট পড়েছে। এছাড়া আমাদের আরও বেশ কিছু সুযোগও এসেছিল।’
উল্লেখ্য, টেলকে সাজঘরে ফেরানোর আগে কিউই শিবিরে প্রথম আঘাতও হানেন এই বোলার। তার অফসাইডে করা বলটিতে কাট করতে গেলে রাভালের ব্যাটের কানায় লেগে পার্ট টাইম উইকেটরক্ষক ইমরুল কায়েসের গ্লাভসে জমা পড়ে বলটি।