রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ইউনাইটেড এয়ারওয়েজ-মনিটর ঢাকা ট্রাভেল মার্ট-২০১২। বেসামরিক বিমানচলাচল ও পর্যটন বিষয়কমন্ত্রী মুহাম্মদ ফারুক খান শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দেশের প্রায় ৫০টি সংস্থা ও প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল এবং ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০ টাকা। প্রবেশ কুপনের ওপর র‌্যাফল ড্র’র ব্যবস্থা রয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে ৮ এপ্রিল ৭টা ৩০ মিনিটে উপস্থিত সকলের সামনে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ৯ম বারের মতো এ মেলার আয়োজন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ট্রাভেল মার্ট -২০১২-এর চেয়ারম্যান ও দি বাংলাদেশ  মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবীরুল আহমেদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর (অব.) মোহাম্মদ জাকিউল ইসলাম।

বেসরকারী বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ টাইটেল স্পন্সর, শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিঃ ব্যাংকিং পার্টনার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন পার্টনার হিসেবে পৃষ্ঠপোষকতা করছে।

মেলার দ্বিতীয় দিন সোনারগাঁও হোটেলে সরকারি প্রতিনিধিবৃন্দ, ভ্রমণ বিশেষজ্ঞ, আঞ্চলিক দেশগুলোর রাষ্ট্রদূতরা ও ভারতের লেটস্ গো ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও বিশিষ্ট ভ্রমণ বিষয়ক লেখক জয়ন্ত খানসহ অন্যান্যের অংশগ্রহণে ‘সহযোগিতা ও আন্তঃযোগাযোগ আঞ্চলিক পর্যটন উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতউল্লাহ আল মামুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। র‌্যাফল ড্র পুরস্কারের মধ্যে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যে বিমান টিকিট ও ট্যুর প্যাকেজ, তারকা বিশিষ্ট হোটেলে প্রাতঃরাশসহ রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপন ইত্যাদি।

অর্থ বাণিজ্য