বাংলাদেশের টেস্ট স্পেশালিষ্ট বলা হয় মুমিনুল হককে। তাই টেস্ট ম্যাচে তার কাছে বাড়তি প্রত্যাশাটা থাকেই ক্রিকেটভক্তদের। বুধবার ওয়েলিংটনে তার ষোলোআনাই উসুল করে দিচ্ছেন টাইগার এই লিটল মাস্টার। দারুণ ব্যাটিং করে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি।
এদিন ম্যাচের চতুর্থ ওভারেই উইকেট আসতে হয় মুমিনুলকে। শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারিয়ে চাপে পরা বাংলাদেশকে টেনে তোলেন তিনি। ওপেনার তামিম ইকবালের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ার পর মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছেন অর্ধশতাধিক রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইতোমধ্যেই গড়েছেন ৮১ রানের জুটি।
আর ব্যক্তিগত ৫৮ রানে অপরাজিত আছেন মুমিনুল। হাফসেঞ্চুরি তুলে নেন ৭৯ বলে। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।