সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন প্রগতিশীল সংগঠন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক অন্তর্ভূক্তির প্রতিবাদে আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তুক বোর্ডের (এনসিটিবি) সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ ও খেলাঘর।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, বর্তমান সরকার একদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টালারেন্সের কথা বলছে, অন্যদিকে পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিচ্ছে জঙ্গিবাদের সুপ্ত উপাদান। সরকারের এ সিদ্ধান্তের কারণে দেশের শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের মুখে।
এসময় সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি উপস্থাপন করে সংগঠনগুলো। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুল ভরা পাঠ্যপুস্তুক অবিলম্বে প্রত্যাহার করতে হবে ও সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি তোষণ বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি গণন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়বাদের আদর্শের ভিত্তিতে পাঠ্য পুস্তুক প্রণয় করতে হবে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচী সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মতলুব আলী, যুব ইউনিয়নের সম্পাদক হাফিজ আদনান রিয়াদ ও খেলাঘরের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ।