সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অভিযান

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অভিযান

সিরিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়েছে মার্কিন সেনাদের বিশেষ একটি দল। সোমবার মার্কিন কর্মকর্তাদের তরফ থেকে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

সিরিয়ার বেশ কিছু সংগঠন এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেইর আল জোর শহরের নিকটবর্তী ইউফ্রেটস উপত্যকার কাছের একটি ছোট শহরে আইএসের কেন্দ্রীয় এলাকায় রোববার ওই অভিযান চালানো হয়।

মার্কিন বাহিনী হেলিকপ্টারে করে ওই এলাকায় অবতরণ করে। তারা সেখানে ৯০ মিনিটের মত অবস্থান করেছে। এরপর সেখান থেকে আইএসের বেশ কয়েকজন জঙ্গিকে হত্যা ও আটক করা হয়।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, ওই অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়েছে।

আন্তর্জাতিক