বিশ্বফুটবলের এক যাদুকরের নাম লিওনেল মেসি। ২০১৬ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন। তাকে ফিরিয়ে আনতে দেশটির রাজধানী বুয়েন্স অ্যাইরেসে উন্মোচন করা হয় মেসির অবিকল একটি ব্রোঞ্জের মূর্তি।
মূর্তিটি উন্মোচন করেন বুয়েন্স অ্যাইরেসের মেয়র হোরাশিও লরেত্তা। যেটাতে দেখা যাচ্ছিলো চিরচেনা ভঙ্গিতে বল নিয়ে ছুটছেন মেসি। বুয়েন্স অ্যাইরেসের লা প্লাটা নদীর তীরে মেসির মূর্তিটি শোভা পাচ্ছিলো। তবে সোমবার মেসির এই মূর্তিটিকে নষ্ট করে দিয়েছে নিন্দুকেরা। ওই মূর্তির কোমরের উপর পর্যন্ত কেটে ফেলা হয়েছে। আর কেটে ফেলা অংশটুকুও সেখানে নেই।
এ প্রসঙ্গে বুয়েন্স অ্যাইরেস সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ‘লিওনেল মেসির মূর্তিটি নষ্ট করা হয়েছে। এই ফুটবলারের মূর্তির উপরের অংশ কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা অংশটুকুও আর সেখানে পাওয়া যায় নি। সিটি কর্তৃপক্ষ আরও বলেন, ‘দ্রুতই মূর্তিটি সংস্কারের কাজ শুরু করা হবে।’