জাগো এফএমে জামিলের প্যারা কল

জাগো এফএমে জামিলের প্যারা কল

মীরাক্কেল তারকা জামিল হোসেনকে পাওয়া যায় ব্যতিক্রমী সব কাজে। এবার তিনি দেশের জনপ্রিয় রেডিও ষ্টেশন ‘জাগো এফএম ৯৪.৪’ এ ‘প্যারা কল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।

সপ্তাহের প্রতি শনিবার-বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা এটি প্রচার হচ্ছে। চলতি মাসের শুরু থেকেই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।

জামিল বলেন, ‘সবসময় দেখা যায় শ্রোতারা রেডিওতে ফোন করে কথা বলেন। কিন্তু এই অনুষ্ঠান থেকে শ্রোতাদের কাছে ফোন দেয়া হয়। তাদের সঙ্গে বিচিত্র সব আলাপে মেতে উঠি।’

তিনি বলেন, ‘প্রতিদিনই নতুন সব মানুষের সঙ্গে কথা হচ্ছে। বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। কাজটি আমি দারুণ উপভোগ করছি। সবাইকে বলতে চাই আপনারা অনুষ্ঠানটি শুনবেন অবশ্যই মজা পাবেন।’

জামিল বর্তমানে ব্যস্ত ধারাবাহিক নাটক নিয়ে। তার অভিনীত হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘চাপাবাজ’ নাটকটি প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। মিলন ভট্টোর পরিচালনায় ‘ইনডিসিপ্লিন’ প্রচার হচ্ছে আরটিভিতে এবং দেশ টিভির জন্য আর বি প্রিতমের ‘কম ইউনিটি’।

এছাড়া জামিল অভিনীত চলচ্চিত্র ‘রঙ ঢঙ’ ছবির শেষ লটের শুটিং আগামী ফেব্রুয়ারি মাশে পাঁচ তারিখ থেকে শুরু হবে।

বিনোদন