ডিজিটাল বাংলাদেশ গড়তে এএডিবি’র আত্মপ্রকাশ

ডিজিটাল বাংলাদেশ গড়তে এএডিবি’র আত্মপ্রকাশ

ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করা, সহায়তা ও পরামর্শ দিতে আত্মপ্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর এডভান্সমেন্ট অব ডিজিটাল বাংলাদেশ(এএডিবি)। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে যারা অবদান রেখেছেন, তাদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হলেও ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করতে ইচ্ছুক যে কেউই এর সঙ্গে যুক্ত হতে পারবেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এর উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এএডিবি’র সদস্য সচিব ড. সৈয়দ এহসানুর রহমান। উপস্থিত ছিলেন আহ্বায়ক প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর ড. জাহিদ হাসান মাহমুদসহ অন্য সদস্যরা।

লিখিত বক্তব্যে জনানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রেক্ষাপটে করণীয় তুলে ধরা এবং অগ্রগতি ত্বরান্বিত করা এএডিবি’র মূল উদ্দেশ্য। এছাড়া বর্তমান সরকার গৃহীত পদক্ষেপগুলোর মূল্যায়ন ডিজিটালাইজেশনের সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত ও সমাধানের সূত্র খুঁজে বের করবে সংগঠনটি। এগুলোর ব্যাপারে সরকারকে অবহিত করে পরামর্শ দেবে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগেও তাদের সহায়তা থাকবে।

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এএডিবি ডিজিটালাইজেশনের কাজ বাস্তবায়িত করবে, যা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে,  ২০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এএডিবি কাজ শুরু করেছে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে বিভিন্ন বিভাগীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি গড়ে পর্যায়ক্রমে সারা দেশে কাজ করবে।

সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের সহায়তা কামনা করে জানান, ডিজিটাল বাংলাদেশ গড়বার প্রত্যয়ে যে কেউ এএডিবি’র সদস্য হতে পারবেন।

বাংলাদেশ