পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ ওই সিরিজে মিসবাহ-উল-হকের দলকে হোয়াইটওয়াশ করেছে স্টিভেন স্মিথের দল। এবার দুই দলের ওয়ানডে লড়াই। মোট পাঁচটি ওয়ানডে খেলবে তারা।
আগামী ১৩ জানুয়ারি ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা পেয়েছেন বিগ ব্যাটে দুর্দান্ত পারফরর্ম করার ক্রিস লিন। এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন তিনি।
তকে অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে লিনের। ওয়ানডে নয়, সেটা টি-টোয়েন্টিতে। অসিদের জার্সিতে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৬৫ রান। সর্বোচ্চ ৩৩* রানের ইনিংস খেলেছেন তিনি। লিন দলে ফেরায় কপাল পুড়েছে অ্যারোন ফিঞ্চের।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্রিস লিন, প্যাট কামিন্স, জেমস ফকনার, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।