জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘গ্র্যাজুয়েট’র সাফল্যের পর এবার নির্মিত হচ্ছে ‘পোস্ট গ্র্যাজুয়েট’।
বর্তমানে নাটকটির পুরোদমে শুটিং চলছে। রোববার দিনভর পোস্ট গ্র্যাজুয়েটের শুটিং চলে রাজধানীর আজিমপুরের সরকারি কলোনিতে। শুটিংয়ে অংশ নেন সাজু খাদেম, আরফান আহমেদ, প্রাণ রায়, আশা প্রমুখ।
এই নাটকের আগের সিরিজে সিদ্দিকুর রহমানের চাচা জাহিদ হাসান থাকলেও এবার সিদ্দিকের মামা হয়েছেন চঞ্চল চৌধুরী। মামা-ভাগ্নের মজার সব কাণ্ড দিয়ে মাতিয়ে রাখবেন দর্শকদের। আর অভিনেত্রী তিশার স্থলাভিষিক্ত হয়ে আসছেন ফারহানা মিলি।
এছাড়া নাটকটিতে আরো অভিনয় করছেন হাসান মাসুদ, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান, তাসনুভা তিশা, শাহনাজ খুশি, শামীমা নাজনীন, কামাল হোসেন বাবর, জয়রাজ, নবী, রাজু প্রমুখ।
২০১০ সালে ‘গ্র্যাজুয়েট’ নাটকটি প্রচার হয়েছিল এনটিভিতে। বছরজুড়ে সেসময় নাটকটি ছিল তুমুল আলোচিত। এবার ‘পোস্ট গ্র্যাজুয়েট’ও তার ব্যতিক্রম হবে না বলে আশ্বাস দিয়েছেন নির্মাতা রাজ।
তিনি বলেন, ‘এবার আরো নতুন পরিকল্পনা নিয়ে নির্মাণে নেমেছি। ভরপুর কমেডি আর গল্পে টানটান উত্তেজনা থাকবে, সেইসঙ্গে বাড়তি কিছু চমক। আশা করছি এটি চলতি বছরের হিট সিরিয়াল হবে।’
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে স্যাভলন নিবেদিত ‘পোস্ট গ্র্যাজুয়েট’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার হবে।