সাকিব খেলেননি, কলকাতা হেরেছে

ক্রিকেট দুনিয়ার শীর্ষ অলরাউন্ডারকে বাইরে রেখে একাদশ সাজায় কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসান খেলেন নি দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। মাঠের বাইরে বসে দেখেছেন দলের পরাজয়। দিল্লির কাছে ৮ উইকেটে হেরেছে তার দল কলকাতা।

নাইট রাইডার্স: ৯৭/৯ (১২ ওভার)

ডেয়ারডেভিলস: ১০০/২ (১১.১ ওভার)

ফল: দিল্লি ডেয়ারডেভিলস ৮ উইকেটে জয়ী

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াতে না পারায়, ওভার সীমিত করে আনা হয়েছে। ২০ ওভারের জায়গায় ১২ ওভার করে খেলার সুযোগ পায় উভয় দল। ইডেন গার্ডেনে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে ৯৭ রান করে শাহরুখ খানের নাইট রাইডার্স।

১৭ বলে ২৬ রান করেন লক্ষ্মী শুকলা। এছাড়া দেবাব্রাতা ১৮ ও গম্ভীর ১৬ রান করেন।

৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই জেতার মানসিকতায় ছিলেন দিল্লির খেলোয়াড়রা। অ্যারোন ফ্রেঞ্জ ২৭ বলে ৩০ ও শেবাগ ১৩ বলে ২০ রান করে আউট হলেও খেলা শেষ করে আসেন ইরফারন পাঠান ও ম্যাক্সওয়েল। দুটি চার ও তিনটি ছয়ের মারে ২০ বলে ৪২ রান করেন ইরফান। ম্যাক্সওয়েলকে চাপ নিতে হয়নি। সাত বলে ৩ রান করে অপরাজিত থেকেছেন।

বোলিং ভালো না হলেও দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে ইরফান পাঠানকে।

কলকাতা একাদশ: ব্রান্ডন ম্যাককালাম, জ্যাক ক্যালিস, গৌতম গম্ভীর, মনজ তিওয়ারি, ইউসুফ পাঠান, লক্ষ্মী শুকলা, রজত ভাটিয়া, ব্রেট লি, ইকবাল আব্দুল্লাহ, মার্চেন্ট ডি ল্যাঙ্গে ও দেবাব্রাতা দাস।

ডেয়ারডেভিলস একাদশ: নামান ওঝা, ব্রীরেন্দ্র শেবাগ, অ্যারোন ফিঞ্চ, ভেনুগোপাল রায়, গ্লেন ম্যাক্সওয়েল, মর্নে মরকেল, ইরফান পাঠান, যুগেশ নাগার, ভ্যান ডার মারউ, উমেশ ইয়াদাভ ও শাহবাজ নাদিম।

খেলাধূলা