ইনজুরি থেকে সদ্য ফেরা মোস্তাফিজকে প্রথম ওয়ানডে খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছিল। এরপর একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। এবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে আবার বিশ্রাম দেওয়া হচ্ছে বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজকে। তবে মোস্তাফিজের পরিবর্তে দলে ফিরছেন প্রথম দুই টি-টোয়েন্ট ম্যাচে জায়গা না পাওয়া তাসকিন আহমেদ।
সর্বনাশা ইনজুরি দীর্ঘ একটা সময় মাঠের বাইরে রেখেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। ইনজুরির কারণে ঘরের মাঠে আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজ খেলতে পারেননি। বিপিএলেও বসেছিলেন দর্শক হয়ে। লন্ডনে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে যে বাম কাঁধের ইনজুরিতে পড়েছেন এবং সেখানো অস্ত্রোপচার করার পর নিউজিল্যান্ড সফর দিয়ে অবশেষে মোস্তাফিজ মাঠে ফিরেছেন।
মোস্তাফিজ এরই মধ্যে টানা তিন ম্যাচ খেলে ফেলেছেন (তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি)। আর দীর্ঘদিন পর ফেরা মোস্তাফিজকে টানা বেশি ম্যাচ না খেলানোর পরামর্শ দিয়েছেন ফিজিও। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
এদিকে প্রথম দুই টি-টোয়েন্টি না খেললেও প্রথম বারের মত টেস্ট দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তাই টেস্ট ম্যাচ শুরুর আগে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তাকে ঝালিয়ে নিতে চাইছে ম্যানেজমেন্ট। তাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ মোস্তাফিজের পরিবর্তে মাঠে দেখা যাবে তাসকিনকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশের পর টানা দুই টি-টোয়েন্টি ম্যাচ হেরে এ সিরিজেও হোয়াটওয়াশের দ্বারপ্রান্তে মাশরাফি বাহিনী। তাই শেষ ম্যাচ জিতে হোয়াটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা।