শেখ হাসিনা গণতন্ত্রের প্রবাহ ঠিক রেখেছেন : আইনমন্ত্রী

শেখ হাসিনা গণতন্ত্রের প্রবাহ ঠিক রেখেছেন : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিভিন্ন সময়ে গণতন্ত্র কেড়ে নেয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনা গণতন্ত্রের প্রবাহ ঠিক রেখেছেন। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা গণতন্ত্রকে জীবিত রাখবো।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সড়ক বাজার মটর স্ট্যান্ডস্থ সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ গণসমাবেশের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। এর পর থেকেই আমরা গণতন্ত্রের জন্য সংগ্রামে লিপ্ত। আমরা দেখেছি মাগুরা, আর মিরপুরের উপ-নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য কলঙ্ক রচনা করা হয়। কিন্তু শেখ হাসিনার সরকার সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে গণসমাবেশে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল, সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা সংবাদ