অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব ক্যার ঢাকা আসছেন

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব ক্যার ঢাকা আসছেন

ঢাকা: অস্ট্রেলিয়ার নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী বব ক্যার বাংলাদেশ সফরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। ঢাকায় অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জাস্টিন লি বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এ কথা বলেন।

জাস্টিন লি এদিন দীপু মনির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

হাইকমিশনার দীপু মনিকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বব ক্যার খুব শিগগির বাংলাদেশ সফরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন।’

বব ক্যার মার্চ মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার নয়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

সাক্ষাৎকালীন আলোচনায় হাইকমিশনার দুই দেশের বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ এখন একটি আকর্ষণীয় নাম।’

অস্ট্রেলিয়া বাংলাদেশের একটি বড় উন্নয়ন সহযোগী বলে জানিয়ে হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, গত তিন বছরে বাংলাদেশকে দেওয়া অস্ট্রেলিয়ার সহায়তা দ্বিগুণ হয়েছে।

এছাড়া বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত রিজিল্যান্স ফান্ডে অস্ট্রেলিয়া ১ কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার অনুদান দিয়েছে।

২০১৬-১৭ মেয়াদে নিরাপত্তা পরিষদে বাংলাদেশকে অস্থায়ী সদস্য হিসেবে দেখতে অস্ট্রেলিয়া খুবই খুশি হবে বলে জানিয়ে হাইকমিশনার দীপু মনিকে বলেন, ‘এ জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে অস্ট্রেলিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলার রায় জানিয়ে দীপু মনি এ সময় হাইকমিশনারকে অনুরোধ করে বলেন, ‘গভীর সমুদ্রে তেলগ্যাস অনুসন্ধানে অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারে।’

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরো বেশি বৃত্তি দেওয়ার আহ্বান জানান দীপু মনি।

বাংলাদেশ