বিশ্ব রেকর্ড গড়লেন আলিম দার

বিশ্ব রেকর্ড গড়লেন আলিম দার

আম্পায়ার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আলিম দার। গড়েছেন বিশ্ব রেকর্ড। দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজেনকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের কীর্তি গড়েন এই পাকিস্তানি।

কেপটাউন টেস্টের আগে কোয়ের্তজেনের সমান ৩৩১টি ম্যাচে আম্পায়ারিং করেছিলেন আলিম দার। ম্যাচটি মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই রেকর্ডটি এককভাবে নিজের দখলে নেন এই পাকিস্তানি আম্পায়ার। এখন তার নামের পাশে জমা হলো ৩৩২টি ম্যাচ।

ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা ম্যাচ নিয়েও সবার ওপরেই রয়েছেন আলিম দার। ৪০৫ ম্যাচের ক্যারিয়ারে ৩৩২টি ম্যাচে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করার পাশাপাশি ৭৩ ম্যাচে টিভি আম্পায়ারও তিনি।

ক্রিকেট ইতিহাসেই আর কারও ৪০০ ম্যাচে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই। কোয়ের্তজেন দায়িত্ব পালন করেছেন ৩৯৬টি ম্যাচে। এই রেকর্ড তিন ধরনের ক্রিকেট মিলিয়ে।

খেলাধূলা শীর্ষ খবর