পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করা হবে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
তিনি বলেন, ‘পুঁজিবাজার স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সে মোতাবেক কাজ চলছে।’
শুক্রবার অর্থমন্ত্রণালয়ে পুঁজিবাজার সংক্রান্ত দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠক শেষে এসইসি চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় এসইসি চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে আগামী রোববার আনুষ্ঠানিক ঘোষণা আসছে।’
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এসইসির এ উদ্যোগ ব্যর্থ হলে তখন কী হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একটা যুদ্ধের মতো। আমরা এতে হারবো না।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি অনুধাবন করেছেন। পুঁজিবাজারে স্থিতিশীলতার স্বার্থে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সবই নেওয়া হবে।’
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এম শেফাক আহমেদ, এসইসি সদস্য হেলাল উদ্দিন নিজামী প্রমুখ।