দূর থেকে মনে হবে সাদা মেঘেরা উড়ে উড়ে অজানা আকাশে মিলে যাচ্ছে। ক্ষণে ক্ষণে মেঘেরা আবার কৃষ্ণ রূপও নিচ্ছে। দ্বিধায় পড়ে ফের মনে হতে পারে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানীর গুলশান-১ এর গোটা এলাকা।
কিন্তু না, ঘোর কেটে যাবে গুলশান-১ জিরো পয়েন্টের কাছে যেতেই। শরতের বিকেলে মেঘেদের খেলা নয়। আবার শীতের কুয়াশার চাদরেও ঢাকা নয়।
দেশের সবচেয়ে অভিজাত এলাকা গুলশানের ডিসিসি মার্কেট পোড়ার ধোঁয়ার ‘খেলা’ এটি। শীতের খানিক কুয়াশা আর মার্কেট পোড়ার ধোঁয়া মিলে ভয়ঙ্কর এক ধোঁয়াশায় ঢাকছে গুলশান। দূর থেকে মিলছে পোড়া গন্ধও।
দীর্ঘ ১৪ ঘণ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি গুলশান ডিসিসি মার্কেটের। আগুন লাগার পর মার্কেটের একাংশ ধসে পড়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন নেভাতে নৌবাহিনীও কাজ করছে।
আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ এই তথ্য জানিয়েছেন।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, মার্কেটের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এক জায়গায় কিছুটা নিভলে অন্য দিকে জ্বলে উঠছে। পানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নতুন করে পানি আনতে সময় লাগছে। এসব কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।