মাহমুদউল্লাহর ব্যাটে লড়াকু সংগ্রহ পেলো বাংলাদেশ

মাহমুদউল্লাহর ব্যাটে লড়াকু সংগ্রহ পেলো বাংলাদেশ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ভেন্যু হিসেবে অভিষেক হলো ম্যাকলিন পার্কের। মাহমুদউল্লাহ ব্যতীত বাংলাদেশি কোন ব্যাটসম্যানের ব্যাটই হাসলো না ম্যাকলিন পার্কে। আর রিয়াদের হার না মানা অর্ধশতের উপর ভর করেই ১৪১ রানের লড়াকু সংগ্রহ পেলো বাংলাদেশ। জিততে হলে কিউইদের করতে হবে ১৪২ রান।

ওয়ানডে সিরিজের হারের পর টি-টোয়েন্টি তে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে  শুরুটা ভালো হয়নি টাইগারদের। ম্যাচের দ্বিতীয় ওভারেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ম্যাট হেনরির অফ স্টাম্পের বাইরের বলে ব্যক্তিগত ০ রানে উইকেটরক্ষক লুক রনকিকে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন ইমরুল কায়েস।আর ইনিংসের পঞ্চম ওভারে অভিষিক্ত বেন হুইলারের শর্ট বলে হুক করতে গিয়ে সীমানায় সহজ ক্যাচ দেন ছন্দে থাকা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (১১)।

তামিমের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি সাব্বির। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত বোলার লকি ফার্গুসনের ফুলটস বলে মিডউইকেটে ম্যাট হেনরিকে সহজ ক্যাচ দেন সাব্বির (১৬)। পরের বলেই গালিতে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য।  তবে মাহামুদুল্লাহকে নিয়ে ভালোই শুরু করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাহামুদউল্লাহকে নিয়ে গড়ে তুলেন ৩৭ রানের পার্টনারশিপ। কিন্তু ১২ তম ওভারে ব্যক্তিগত ১৪ রানে গ্র্যান্ডহোমের বলে সান্টনার এর তালুবন্দি হন তিনি।

খেলাধূলা