ডিসিসি মার্কেটের আগুন নেভাতে নৌবাহিনী

ডিসিসি মার্কেটের আগুন নেভাতে নৌবাহিনী

রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে যাচ্ছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে এখন কাজ করছে নৌবাহিনী।

নৌবাহিনীর ৯ সদস্যের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পানিবাহী দুটি গাড়ী নিয়ে তারা মধ্য রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গুলশান-১ এর ডিসিসি মার্কেট এলাকায় দেখা যায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী।

নৌবাহিনীর হাজি মুহাম্মদ মহসীন ইউনিটের সদস্য সাব-অফিসার সিরাজ জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের তীব্রতা ও  ক্ষতির ভয়াবহতার বিষয়টি বিবেচনায় রাতেই নৌবাহিনীর ৯ সদস্যের একটি ইউনিট এসে কাজ শুরু করে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

আগুন লাগার পর কয়েকজন ব্যবসায়ী দাবি করেন অগ্নিকাণ্ডের ঘটনা ইচ্ছাকৃত। আবু তালেব নামে এক ব্যবসায়ী বলেন, একটি দুর্নীতিগ্রস্ত মহল দীর্ঘদিন ধরে আমাদের তুলে দেয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

সালাউদ্দিন আহমেদ নামে আরেক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, এটা পরিকল্পিত। মার্কেট ভেঙে দিয়ে বহুতল ভবন তৈরির চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে ইচ্ছা করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ শীর্ষ খবর