মালয়েশিয়ায় জমকালো আয়োজনে বর্ষবরণ

মালয়েশিয়ায় জমকালো আয়োজনে বর্ষবরণ

জমকালো আতশবাজি প্রদর্শনীর মধ্যদিয়ে ইংরেজী নতুন বছর ২০১৭ বরণ করেছে মালয়েশিয়া।

আতশবাজির জমকালো এই প্রদর্শনী উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরি কুয়ালালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন মাঠে নেমেছিল হাজারো মানুষের ঢল। মালয়েশিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন তাতে।

‘সিটি অব কালার’ শ্লোগান সংবলিত ফেস্টুন আর ব্যানার দিয়ে সাজানো হয়েছিল কুয়ালালামপুরের বিভিন্ন এলাকা। আতশবাজির দৃশ্য ধারণের জন্য বিভিন্ন টেলিভিশনের ক্যামেরা পারসনরা অবস্থান নেন সুউচ্চ দালানের ছাদে। হেলিকপ্টার টহলে ছিল কুয়ালালামপুরের রাতের আকাশ।

malaysia

মালয়েশিয়ার অনান্য অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৭ লাখ লোকের জমায়েত এক অভূতপূর্ব আবহ তৈরি হয় এই বর্ষবরণ অনুষ্ঠানে।

পনের মিনিট স্থায়ী আতশবাজির জন্য গত কয়েকদিন ধরেই প্রস্তুতি চলছিল। লাখো মানুষের উপস্থিতিতে ১২টা বাজার ১০ সেকেন্ড আগে থেকে ‘কাউন্ট ডাউন’ শুরু হয়। ঠিক ১২টা ১ সেকেন্ডে আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে টুইন টাওয়ার প্রাঙ্গণ ও মারদেকা মাঠ।

যেকোন নাশকতা ঠেকাতে গোটা কুয়ালালামপুর, টুইন টাওয়ার এবং মারদেকা মাঠ সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক টহল পুলিশ মোতায়েন করা হয়। শহরে প্রবেশকারী বাস ও ট্রেনগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। জমকালো আতশবাজির মাধ্যমে মালয়ানদের পাশাপাশি হাজারো প্রবাসী নতুন বছরকে বরণ করে নেন।

আন্তর্জাতিক