দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। সংসদের প্রধান বিরোধী দলটি সকাল ১০টায় বক্তৃতা পর্বের মাধ্যমে সমাবেশ শুরু করবে। এতে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির শীর্ষ নেতারা মহাসমাবেশে বক্তৃতা দেবেন।
মহাসমাবেশ স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে ব্যাপক প্রচার চালিয়েছেন দলটির নেতারা। সারা দেশ থেকে লক্ষাধিক নেতাকর্মী এতে অংশ নেবেন বলে মনে করছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান ও মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত ১৫০টি মাইক লাগানো হয়েছে।
দেখা গেছে- পার্টির চেয়ারম্যান এরশাদ ও সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বিশাল আকৃতির ছবি শোভা পাচ্ছে মাঠজুড়ে। এছাড়া পুরো উদ্যান ভরে গেছে নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনে। মৎস্য ভবন থেকে শাহবাগে একাধিক তোরণ নির্মাণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টি।
মহাসমাবেশ সম্পর্কে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, শক্তিহীনের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। আমাদের দলের যে জনসমর্থন ও সাংগঠনিক শক্তি রয়েছে তা প্রমাণ করতে হবে। আর সে শক্তি প্রদর্শনের দিন হচ্ছে ১ জানুয়ারি। এদিন সারাদেশ থেকে লাখো জনতা ঢাকায় মিলিত হয়ে এরশাদের শক্তির প্রমাণ দেবে।
গত ৩০ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলের নেত্রী রওশন এরশাদ দলের মহাসমাবেশের মঞ্চ পরিদর্শন করেছেন।