‘আগাম পোস্টার নিজ দায়িত্বে না সরালে দায় প্রার্থীর’

‘আগাম পোস্টার নিজ দায়িত্বে না সরালে দায় প্রার্থীর’

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচারণামূলক পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও দেওয়াল লিখন তফসিল ঘোষণার আগেই সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসি কার্যালয়ে এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, “নিজ দায়িত্বে এসব না সরালে সংশ্লিষ্ট প্রার্থীকে দায় নিতে হবে।”

ইসির সম্মেলন কক্ষে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আগাম প্রচারণা বন্ধের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা করতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের মতামত নেওয়া হয়।

মধ্য এপ্রিলের মধ্যে ডিসিসির দুইভাগে তফসিল ঘোষণার কথা রয়েছে ইসির।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ঢাকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট। তবে নির্বাচন ঘিরে কয়েক দফা বৈঠক করা হবে।

“সব সংস্থার প্রধানের কাছে পরিস্থিতি জানলাম। বিভিন্ন লেভেলে বসবো আমরা। হঠাৎ করে অনেক কিছু করতে হবে আমাদের। শুরু করবো পুলিশ দিয়ে।”

সিইসি জানান, ইতোমধ্যে পুরো ঢাকা সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে। এসব সরানোর জন্যে আদালতের নির্দেশনা রয়েছে।

“সবাইকে অনুরোধ জানাবো- নিজ উদ্যোগে এসব সরিয়ে ফেলুন। তফসিল ঘোষণার পরে ২৪ ঘণ্টার মধ্যে আগাম প্রচারণামূলক কার্যক্রম সরিয়ে বা মুছে ফেলতে নির্দেশ দেওয়া হবে। সিটি কর্পোরেশন ও ইসির লোকবল নামবে, খরচও বাড়বে।”

“এ সময়ে না সরালে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে, খরচের দায়ও প্রার্থীদের নিতে হবে”, যোগ করেন তিনি।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ নিয়ে প্রচারণা শুরু হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়া ও ইসি সচিব মোহাম্মদ সাদিক ইসির এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, আনসার মহাপরিচালক মো. জাহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল কে এম হোসেন, পুলিশের অতিরিক্তি আইজিপি জাভেদ পাটোয়ারি, ঢাকা বিভাগীয় কমিশনার মঈনুদ্দিন আবদুল্লাহ, ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক, ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, ডিজিএফআই প্রতিনিধি আবু ফজল মো. সানাউল্লাহ, এনএসআই প্রতিনিধি এম শাহীন ইসলাম, পুলিশ হেড কোয়ার্টার, পুলিশের বিশেষ শাখার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

রাজনীতি