তারেকের মুদ্রাপাচার: ওসি আলিমুজ্জামানকে জেরা

তারেকের মুদ্রাপাচার: ওসি আলিমুজ্জামানকে জেরা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি আলিমুজ্জামানের আংশিক জেরা সম্পন্ন হয়েছে।

ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেইনের আদালতে বৃহস্পতিবার এই পুলিশ কর্মকর্তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন।

বিচারক জেরার পরবর্তী দিন রেখেছেন আগামী ১৯ এপ্রিল।

দুর্নীতি দমন কমিশন ২০০৯ সালের ৫ নভেম্বর গুলশান থানায় এ মামলা দায়েরের সময় আলিমুজ্জামান ওই থানার ওসি ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন।

অভিযোগপত্রে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান। ওই অর্থের মধ্যে সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএর একটি শাখায় ওই মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয়।

গত বছরের ৮ অগাস্ট অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলছে। তারেকের পক্ষে কেউ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন না।

তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান।

রাজনীতি