নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে নোয়াখালী স্টুডেন্টস ফোরাম অব ঢাকা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৪ সালে মুসফিক কমিটি কর্তৃক মন্ত্রিপরিষদের নিকট সুপারিশে নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের প্রস্তাব করা হয়েছিল। যা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। বর্তমান মানচিত্রে বৃহত্তর নোয়াখালীর আয়তন (নোয়াখালী ৪ হাজার ২০২ দশমিক ৭০ বর্গ কিলোমিটার, ফেনী ৯২৮ বর্গ কিলোমিটার, লক্ষ্মীপুর ১ হাজার ৪৪০ বর্গকিলোমিটার) ৬ হাজার ৫৭০ দশমিক ৭ বর্গকিলোমিটার।

বক্তারা আরও বলেন, ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বৃহত্তর নোয়াখালীর জনসংখ্যা ৫৬ লাখ ২৫ হাজার ৭৩১ জন। বৃহত্তর নোয়াখালী এবং আশে পাশের প্রায় ১ কোটি মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে এবং সংস্কৃতিও প্রায় একই রকম।

সম্প্রতি ‘কুমিল্লা বিভাগ’ গঠনের প্রক্রিয়া চলছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রস্তাবণায় বৃহত্তর নোয়াখালীকে কুমিল্লা বিভাগের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হচ্ছে যা এ অঞ্চলের  মানুষ কখনই মেনে নেবে না।

আয়োজক সংগঠনের সভাপতি আরিফিন জুবায়ারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইমরান রাসেল, নোয়াখালী জেলা সমিতির সভাপতি শাহবুদ্দীন আহমেদ, বেঙ্গল গ্রুপের  ভাইস চেয়ারম্যান জসীম উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ