ম্যাচ হেরে পাকিস্তানের জরিমানা

ম্যাচ হেরে পাকিস্তানের জরিমানা

মিচেল স্টার্কের দারুণ নৈপুণ্যে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্ন টেস্টে হেরে গেছে পাকিস্তান। হারের সঙ্গে ‘মরার ওপর খাড়ার ঘাঁ’ হয়ে দেখা দিলো জরিমানা।

ম্যাচে স্লো-ওভার রেটের কারণে সফরকারী দলকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। মেলবোর্ন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দুই ওভার কম বোলিং করে। ফলে, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে পাকিস্তানের দলপতি মিসবাহ সহ বাকিদেরও জরিমানা করে।

আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো-ওভার রেটের দায়ে অভিযুক্ত হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা যায়। আর দলপতিকে গুনতে হয় দ্বিগুণ জরিমানা। পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগটি ছিল দুই ওভারের। যার কারণে অধিনায়ক মিসবাহকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং বাকিদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

খেলাধূলা শীর্ষ খবর