লিউড ডিভা হুইটনি হিউস্টন অভিনীত শেষ ছবি ‘স্পার্কল’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৭ আগস্ট ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যে ছবিটির ট্রেলর রিলিজ করেছে এবং তা ভালো সাড়া পেয়েছে। এতে সংশ্লিষ্ট সবাই ধারণা করছেন, ছবিটি আশাতীত সাফল্য পাবে।
হুইটনি হিউস্টনের মৃত্যুর পর ‘স্পার্কল’ ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে অবিশ্বাস্য রকমের জল্পনা কল্পনা। সবাই তাদের প্রিয় অভিনেত্রীর শেষ ছবিটি দেখার আকাঙ্খায় উন্মুখ হয়ে আছেন। বহুল প্রতীক্ষিত এই ছবিটি ১৯৭৬ সালে তৈরি ‘স্পার্কল’-এর রিমিক। ছবিটিতে হুইটনি হিউস্টন একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যার আছে তিনটি মেয়ে । হুইটনি সেখানে একটি গানের দলে পারফর্ম করেন। খ্যাতির জন্য যাকে অবিরাম সংগ্রাম করে যেতে হয় এবং শেষ পর্যন্ত মাদকাসক্ত তিনি হয়ে পড়েন। ছবিটিতে হুইটনির এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আমেরিকান আইডল বিজেতা জর্ডিন স্পার্কস্।
ছবিটির প্রযোজক ডেবরা মার্টিন চেজ ‘স্পার্কল’-এর ট্রেলর রিলিজ হওয়াতে ভীষণ উৎফুল্ল এবং একই সঙ্গে বিষন্ন। তিনি বলেন, ‘স্পার্কল’ ছবিটি হুইটনি হিউস্টনের শেষ ছবি এই ভাবনাটা অনেক অনেক কষ্টদায়ক। হুইটনি এই ছবিটির অন্যতম একজন নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেছেন। অসময়ে তার এই করুণ মৃত্যু হলিউডকে শোকসন্তপ্ত করে তুলেছে। হলিউডে তার শুভাকাঙ্খীরা এখনো ভাবতে পারছেন না হুইটনি হিউস্টন আর গান গাইবেন না, আর কখনো অভিনয় করবেন না। হুইটনি শিল্প মাধ্যমের একাধিক কাজের সাথে জড়িত ছিলেন। জীবনকালে তিনি তার করে যাওয়া কাজের মাধ্যমে চিরকাল অমর হয়ে থাকবেন বলে মনে করেন হইটনি হিউস্টনের ভক্তরা।
১১ ফেব্রুয়ারি মাত্র ৪৮ বছর বয়সে হলিউড এই সুপারস্টার বেভারলি হিলস্ হোটেলে নিজ কক্ষে বাথটাবের পানিতে ডুবে মারা যান। গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে মধ্যরাতে তিনি তার নির্ধারিত কক্ষে বিশ্রাম নিতে চলে যান। এর কিছুক্ষণ পর পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। অতিরিক্ত কোকেন সেবনের বিষক্রিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার করুণ মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রকাশিত হয়েছে। জনপ্রিয় এই অভিনেত্রীর শেষ ছবি স্পারকল তাই দর্শকদের ভেতর অন্যরকম এক বেদনার অনুভূতি জাগিয়েছে। হলিউড থেকে শুরু করে সারাবিশ্ব এখন তাকিয়ে আছে ‘স্পার্কল’-এর দিকে।