জেএসসি-জেডিসিতে পাসের হার ৯৩.০৬, পিইসিতে ৯২.৮৯

জেএসসি-জেডিসিতে পাসের হার ৯৩.০৬, পিইসিতে ৯২.৮৯

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর পিইসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ এবং পিইসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ।

প্রথমে অবশ্য জেএসসি ও জেডিসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ বলে জানানো হয়।

জেএসসি-জেডিসিতে পাসের হার গতবছরের তুলনায় এবার শূন্য দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ‌্যায় ঘটেছে বড় উল্লম্ফন।

জেএসসি-জেডিসি মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। গত বছর যা ছিল ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন। এবার বেড়েছে ৫১ হাজার ৩২৫ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বছর অংশগ্রহণকারী ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। গত বছর ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী পাস করেছিল।

বাংলাদেশ শীর্ষ খবর