বঙ্গোপসাগরে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বঙ্গোপসাগরে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিনের নিকটবর্তী বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৫ কোটি টাকা।

ইয়াবা বহনকারী ট্রলারের গতিরোধে ফাঁকা গুলি করেও ট্রলার বা পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিন দ্বীপের অদূরে ইঞ্জিনচালিত কাঠের বোটকে ধাওয়া করা হয়। এ সময় পাচারকারী বোট থেকে পাথর ছোড়লে ওই বোটকে থামানোর লক্ষ্যে ১ রাউন্ড ফাঁকা গুলি করা হয়।

তখন পাচারকারী বোট থেকে একটি বস্তা সাগরে ফেলে দ্রুতগতিতে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে  নদীতে ভাসমান ব্যাগটি উদ্ধার করে টেকনাফস্থ স্টেশনে আনা হয়।  পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ওই বস্তা ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা উল্লেখ করে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আশমাদুল ইসলাম বলেন, উদ্ধার ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা সংবাদ