জেলা পরিষদে নির্বাচিতরা ডিএসসিসির সঙ্গে কাজ করবে

জেলা পরিষদে নির্বাচিতরা ডিএসসিসির সঙ্গে কাজ করবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, জেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিরা সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। আমাদের বোর্ডে সভায় তাদের আমন্ত্রণ জানাবো। সেখানে তারা মতামত ব্যক্ত করবেন। সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করবেন।

বুধবার বেলা ১২টায় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় সরকারকে শক্তিশালী করতে যে উদ্যোগ নিয়েছেন তার অন্যতম হচ্ছে এই জেলা পরিষদ নির্বাচন। এর মধ্য দিয়ে গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, জেলা প্রশাসনের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করবো। যারা নির্বাচিত হবেন তাদের সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করবো।

মেয়র আরও বলেন, সমন্বয়হীনতা একটা বড় সমস্যা। আমাদের এ ঢাকা শহরের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়হীনতা নিরসনে ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। আজকের এ নর্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আমাদের বোর্ড পরিচালিত প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

বাংলাদেশ