থার্টি ফাস্ট রাতে ঢাকায় নাশকতার পরিকল্পনায় জেএমবি : পুলিশ

থার্টি ফাস্ট রাতে ঢাকায় নাশকতার পরিকল্পনায় জেএমবি : পুলিশ

আগামী ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন(থার্টি ফাস্ট) রাতে জেএমবি রাজধানী ঢাকায় বড় ধরণের নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থেকে পুরাতন জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা থার্টি ফার্স্ট নাইটে হামলার জন্য বিস্ফোরক সংগ্রহ করেছিল। তারা দেশের উত্তরাঞ্চলের রাজশাহী এলাকার দায়িত্বপ্রাপ্ত পুরাতন জেএমবি’র নেতা জিয়া, হায়দার ও শহিদুল্লাহর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী এই হামলার পরিকল্পনা করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবুবিন সাঈম ওরফে বাপ্পি ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান, মো. মামুন ওরফে হিমেল।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার  ৩০ কেজি তরল ও পাউডার জাতীয় পদার্থ, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়।

বাংলাদেশ