জেলা পরিষদ নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে

জেলা পরিষদ নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে

জেলা পরিষদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

বুধবার সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

প্রথমবারের মতো শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

দেশের ৬০টি জেলায় একযোগে এ নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেবেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। তবে ঢাকায় সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও বেলা ১২টা পর্য্ন্ত ভোটারদের উপস্থিতি ছিল কম। এরপর থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ে।

বাংলাদেশ শীর্ষ খবর