আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনাকীর্ন স্থান বিস্ফোরণে কেঁপে উঠেছে। বিস্ফোরণে বেশ কিছু মানুষের হতাহতের আশঙ্কা করেছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার সকালের দিকে ওই বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, পার্লামেন্টের এক সদস্যকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিস্ফোরণে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।
গত সপ্তাহে এক পার্লামেন্ট সদস্যকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটে।
সূত্র : রয়টার্স।