ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ২ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছ্নে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কানপুর থেকে ৭০ কিলোমিটার দূরে রুড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিয়ালদহ-অজমেড়ি এক্সপ্রেসের ১৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত ২ জনের প্রাণহানি ও ৪৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা বিজয় কুমার জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লির মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রদেশের রেলমন্ত্রী সুরেশ প্রভু।