খিলক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

খিলক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর খিলক্ষেতে সড়ক অবরোধ করেছে একটি গার্মেন্টসের শ্রমিকরা। শ্রমিকদের কোন ব্যানার না থাকলেও বেতন বৃদ্ধির দাবিতে তারা মাঠে নেমেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত চলে এই অবরোধ। এরপর পুলিশের অনুরোধে তারা সড়ক থেকে সরে দাঁড়ান।

পুলিশের খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন জাগো নিউজকে জানান, তারা সকাল থেকে খিলক্ষেত ওভারব্রিজের নিচে একপাশের সড়কে অবস্থান করে। এসময় এয়ারপোর্ট থেকে বনানী রুটে যান চলাচল বন্ধ ছিল।

এদিকে সড়কে যানজটের কারণে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছে অফিসগামী কর্মজীবী মানুষেরা। অবরোধকারীদের মধ্যে অধিকাংশই নারী হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে পুলিশের।

বাংলাদেশ