রিপাবলিকান প্রাইমারিতে রমনির হ্যাট্রিক বিজয়

রিপাবলিকান প্রাইমারিতে রমনির হ্যাট্রিক বিজয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোয়ন প্রার্থী মিট রমনি তিনটি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারিতে জয়লাভ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা চূড়ান্ত করার জন্য অঙ্গরাজ্যগুলোতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নির্বাচনকে যুক্তরাষ্ট্রে প্রাইমারি হিসেবে অভিহিত করা হয়।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার মনোয়ন নিশ্চিত হওয়ায় বর্তমানে শুধুমাত্র রিপাবলিকান দলের অভ্যন্তরে মনোয়নলাভের লড়াই চলছে।

মঙ্গলবার তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য উইসকনসিন, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জিতে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতা লাভের পথে অনেকখানি এগিয়ে গেলেন মিট রমনি।

মেরিল্যান্ড প্রাইমারিতে প্রধান প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরামকে উড়িয়ে দিলেও উইসকনসিনে কষ্টার্জিত জয় পেয়েছেন রমনি।

এদিকে মঙ্গলবারের প্রাইমারিতে পরাজয়ের পর দলীয় ঐক্য বজায় রাখার স্বার্থে লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য প্রতিপক্ষ শিবির স্যান্টোরামের প্রতি আহবান জানিয়েছে। তবে তিনি তাদের আহ্বানকে প্রত্যাখ্যান করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামাকে মঙ্গলবারে অনুষ্ঠিত প্রাইমারির আগে রমনিকে আক্রমন করে বক্তৃতা দিতে দেখা দেওয়ায় বিশ্লেষকরা ধারণা করছেন ডেমোক্রেটিক শিবির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রমনিকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে।

সর্বশেষ প্রাইমারির ফলাফলে রিপাবলিকান দল থেকে অপর দুই মনোয়ন প্রার্থী নিউট গিংগ্রিচ এবং রন পল অনেক পেছনে পড়ে গেছেন। মঙ্গলবারের প্রাইমারির ফলাফলই প্রার্থিতা থেকে তাদের ছিটকে পড়ার সম্ভাবনাকে প্রায় নিশ্চিত করেছে।

উইসকনসিনে ভোট গণনা শেষে রমনি পেয়েছে ৪২ শতাংশ ভোট । অপরদিকে স্যানটোরামের প্রাপ্ত ৩৮ শতাংশ ভোটের বিপরীতে রন পল ও গিংগ্রিচ পেয়েছেন যথাক্রমে ১২ শতাংশ ৬ শতাংশ ভোটারের সমর্থন।
মেরিল্যান্ডের প্রাইমারিতে রমনির ৪৯ শতাংশ ভোটের বিপরীতে স্যান্টোরাম পেয়েছেন ২৯ শতাংশ ভোট। গিংগ্রিচ ১১ শতাংশ ও রন পল ১০ শতাংশ ভোট লাভ করতে সমর্থ হন।

ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় অনুষ্ঠিত প্রাইমারিতে স্যান্টোরাম প্রতিদ্বন্দ্বিতা না করায় রমনি ৭০ শতাংশ ভোট পেয়ে একচেটিয়া জয়লাভ করেছেন। এখানে রন পলের ১২ শতাংশের পাশাপাশি গিংগ্রিচ ১১ শতাংশ ভোট পেয়েছেন।

আন্তর্জাতিক