রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

২৪ ঘণ্টার বেশি কর্মবিরতি শেষে কাজে যোগদান করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি মেনে নেয়ার আশ্বাসে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওয়ার্ডে ফিরে যান তারা। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক হয়। এতে নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

হাসপাতালের উপ-পরিচালক সিরাজুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার বিকেলে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হন দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক আবু নাঈম পরাগ। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণসহ বিভিন্ন দাবিতে এ আন্দোলন শুরু হয়।

মঙ্গলবার জরুরি বিভাগের সামনে মানববন্ধনসহ হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এর আগে সোমবার রাতেও জরুরি বিভাগের প্রধান ফটকে এক ঘণ্টা তালা দিয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় দুর্ভোগে পড়েন হাসপাতালে ভর্তি হাজারো রোগী। এ ঘটনায় মঙ্গলবার সকালে গ্রেফতার হন হামলাকারীদের একজন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সিরাজুল করিম বলেন, সমস্যা সমাধানে রাত ৯টার দিকে বৈঠকে বসেন তারা। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম রফিকুল ইসলাম। এতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতারাও উপস্থিত ছিলেন।

ইন্টার্ন চিকিৎসকদের বেশ কিছু দাবি পুরণের আশ্বাস দেয়ায় তারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন।

জেলা সংবাদ