মিয়ানমারের রাখাইন প্রদেশে ৩২ হাজারেরও বেশি মানুষকে সেদেশের নাগরিকত্ব দেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাদের জাতীয় পরিচয় পত্র দেয়ার কথা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মঙ্গলবার স্টেট কাউন্সিলর সু চির দফতর থেকে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
কাউন্সিলর অফিসের তথ্য কমিটি বলছে, রাখাইনের ৪ লাখ ৬৯ হাজার ১৮৩ জনের মধ্যে ৩২ হাজার ১৬ জনের আনুষ্ঠানিক নাগরিকত্ব সার্টিফিকেট গত ২৩ ডিসেম্বর জারি করা হয়েছে। তবে যাদের সাময়িক পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়েছে; তাদেরকে ১৯৮২ সালের মিয়ানমার নাগরিকত্ব আইনের আওতায় তা ফেরত দেয়ার আহ্বান জানানো হয়।
বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে বলছে, রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশে ৭ লাখ ৫৯ হাজার ৬৭২ জনের সাময়িক পরিচয়পত্র রয়েছে। গত বছরের ১ জুন থেকে সাময়িক পরিচয়পত্রের পরিবর্তে ন্যাশনাল আইড কার্ড দেয়ার কাজ শুরু হয়।