ফুটপাতের চাঁদা দুই সিটি কর্পোরেশনের বাজেটের সমান

ফুটপাতের চাঁদা দুই সিটি কর্পোরেশনের বাজেটের সমান

8ঢাকা শহরের ফুটপাত ও হকারদের কাছ থেকে বছরে মোট ১ হাজার ৮২৫ কোটি টাকা চাঁদা নেয়া হয়। এই টাকা ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাজেটের প্রায় সমান।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।

‘নগর পরিস্থিতি ২০১৬; ঢাকা মহানগর যানজট-শাসন-ব্যবস্থার পরিপ্রেক্ষিতে’ গবেষণা প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। মঙ্গলবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টার ইন’এ গণমাধ্যমের কাছে এটি তুলে ধরা হয়।

গবেষণায় বলা হয়, ঢাকার সড়কে প্রায় ২ লাখ ৬০ হাজার হকার ব্যবসা করে যারা নিয়মিতভাবে বিভিন্ন কর্তৃপক্ষ ও গ্রুপকে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য নির্দিষ্টহারে অবৈধ অর্থ দিয়ে থাকে। ‘লাইন ম্যান’ হকারদের কাছ থেকে নগদ টাকা আদায় করে নিজেরা রাখে এবং পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেয়। চাঁদার এই পরিমাণ প্রায় ১ হাজার ৮২৫ কোটি টাকা। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেট ২ হাজার ৬২ কোটি টাকা।

গবেষণায় বলা হয়, ৪ স্কয়ার ফিটের একটি ফুটপাতের দোকান থেকে মাসে ১ থেকে ৩ হাজার টাকা ভাড়া নেয়া হয়। দৈনিক ভিত্তিতে লাইনম্যানকে দিতে হয় ৫০ থেকে ৩০০ টাকা। এক্ষেত্রে মাসে প্রতি স্কয়ার ফিট দোকানের মূল্য দাঁড়ায় ১ হাজার ৮১২ টাকা। অথচ গুলশান-২ এর একটি দোকানের মাসিক ভাড়া স্কয়ার ফিট হিসেবে হিসেব করলে দাঁড়ায় ২৭৩ টাকা। অর্থাৎ গুলশানের চেয়ে ফুটপাতের দোকানের ভাড়া প্রায় ৭ গুণ বেশি।

ডিএমপি, দুই সিটি কর্পোরেশন, বিআরটিএ, ঢাকা ট্রান্সপোর্ট কো-অরডিনেশন অথোরিটি (ডিটিসিএ), রাজউক এবং যাত্রীদের কেস স্টাডি, মাঠ পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। এতে ৭৭৪ জন পরিবহণ ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। ১০০ জনের ইন্টারভিউ এবং ৫টি স্টেক হোল্ডারদের ইন-ডেপথ সাক্ষাৎকার নেয়া হয়েছে।

বাংলাদেশ