স্থানীয় সংসদ সদস্যদের জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব সংসদ সদস্য এখনও এলাকায় রয়েছেন তাদের সরে আসার জন্য চিঠি দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ মঙ্গলবার দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান ।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংসদ সদস্যরা যেন এলাকা ছাড়েন, তিনি (স্পিকার) এ বিষয়ে নির্দেশ দেবেন। আশা করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা নির্বাচনকে প্রভাবমুক্ত করবেন।
শাহনেওয়াজ আরও বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, অনেক সংসদ সদস্য এলাকায় অবস্থান করছেন। এমনকি তারা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টাও করছেন। আইন প্রণয়নকারী সংস্থা অর্থাৎ পার্লামেন্টের মেম্বার হয়ে তারা বেআইনি কাজ করবেন, এটা মেনে নেয়া যায় না।’
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে নির্বাচনী মালামাল পৌঁছে দেয়া হয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।’