আফগানিস্তানের আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অজ্ঞাত সংখ্যক ন্যাটো সেনাও আহতদের মধ্যে রয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। হামলা নিহতদের মধ্যে ৬ জন বেসামরিক আফগান এবং ৪ জন পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের রাজধানী মায়মানার কেন্দ্রস্থলে অবস্থিত একটি পার্কে এই হামলা চালানো হয়। বোমা হামলার সময় সেখানে একটি বৈঠক চলছিলো বলে জানা যায়।
বুধবারের বোমা হামলার প্রত্যক্ষদর্শী স্থানীয় পার্লামেন্ট সদস্য হাজি আহমেদ খান জানান শহরের প্রধান বাজার সংলগ্ন একটি পার্কে অনুষ্ঠিত সভায় আত্মঘাতী বোমা হামলাকারী প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেয়।
আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে সভাস্থলে প্রবেশ করে বলে জানান শহরের এক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা। হতাহতদের অধিকাংশই স্থানীয় দোকানদার বলে জানান তিনি।
এদিকে ন্যাটো গত বুধবার এক বিবৃতিতে জানায় মঙ্গলবার তিনটি পৃথক হামলায় আফগানিস্তানে মোতায়েন তাদের ৩ সেনা নিহত হয়েছেন। তবে বিবৃতিতে নিহত সেনাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।